হাত বাড়ালেই পাওয়া যায় বিভিন্ন প্রকার মাদক : বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড
স্টাফ রিপোর্টার: বেপরোয়া হয়ে উঠেছে মাদককারবারীরা। মাদকব্যবসায়ী ও মাদকসেবীদের নিরাপদ রুটে পরিণত হয়েছে দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত এলাকা। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারীরা প্রতিদিন ভারত থেকে আনছে ফেনসিডিল, হেরোইন, মদ, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক। এলাকায় হাত বাড়ালেই পাওয়া যায় মাদকদ্রব্য। ফলে অবক্ষয়ের পথে যাচ্ছে যুবসমাজ। সমাজে বাড়ছে অপরাধমূলক কর্মকাণ্ড।
এলাকাবাসী অভিযোগ করে বলেছে, বেশ কিছুদিন মাদক ব্যবসায়ীরা ঘাঁতি মেরে থাকলেও সম্প্রতি মাথা চাড়া দিয়ে উঠেছে। কুতুবপুর-মুন্সিপুর ও জাহাজপোতা-হুদাপাড়ার রাস্তার ওপরেই যুবকরা ফেনসিডিল সেবন করে খালি বোতল ফেলে চলে যায়। মাঝে মধ্যে স্থানীয় প্রশাসন মাদকবহনকারীদের আটক করলেও ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায় চিহ্নিত মাদকব্যবসায়ীরা। এসব মাদককারবারীর বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা না নিলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবে বলে সচেতন মহলের আশঙ্কা। মাদকের জোয়ারে ভাসছে মুন্সিপুরসহ কার্পাসডাঙ্গা এলাকা। কার্পাসডাঙ্গা গোরস্তান মোড়সহ আশপাশ এলাকার আড়ালে আবডালে বিক্রি হয় মাদকদ্রব্য। বিভিন্ন এলাকা থেকে এখানে মাদক কিনতে আসে লোকজন। শুধু কার্পাসডাঙ্গায়ই নয় এ রুটে বিভিন্ন যানবাহন, মহিলা ও শিশুকে ব্যবহার করে মাদকপাচার করা হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। মাদক ধ্বংস করে দেশ, জাতি ও পরিবারকে। তাই মাদকপাচার, বিক্রি ও সেবনরোধে চিহ্নিত মাদককারবারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি বলে সচেতন ভুক্তভোগী মহল মনে করে।