ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার চিৎলা ইউনিয়নের হাঁপানিয়া ওয়ার্ড যুবলীগ অফিসে যুবলীগের ১-২ নং ওয়ার্ডে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে আওয়ামী-যুবলীগের কমিটি গঠন অনুষ্ঠানের আলোচনাসভায় চিৎলা ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবীর, জেলা যুবলীগ নেতা ও চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা যুবলীগ নেতা আব্দুল কাদের, গোলাম মোস্তফা লালা, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক টুকু, যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান লালন, সাংগঠনিক সম্পাদক রবিউল হক ঝন্টু, জেলা যুবলীগ নেতা আবু তাহের আবু, মাসুদুর রশিদ মাসুম, জাকারিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা ইন্তাদুল মেম্বার, আব্দুর রহিম, ফারুক, আকতার, মিলন, লতিফ, আসাদ, সাইদুর রহমান, সাইফুল ইসলাম, মিলন হোসেন, কামরুল, মন্টু, টিটু প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে ১ নং ওয়ার্ডে মজিবুল হককে সভাপতি, আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক ও মুজাম হোসেনকে সিনিয়র সহসভাপতি এবং ২ নং ওয়ার্ডে জিনারুল ইসলামকে সভাপতি ও আব্দুর রাজ্জাককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আকরাম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউনিয়ন যুবলীগের যুগ্মসম্পাদক জাকারিয়া পলাশ।