মাথাভাঙ্গা মনিটর: বিফলে গেল জো রুটের ক্যারিয়ার সেরা ব্যাটিং। কুমার সাঙ্গাকারা ও লাহিরু থিরিমান্নের দু মেজাজের দু শতকে বড় লক্ষ্য তাড়া করেও সহজ জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ৯ উইকেটের এ জয়ে পরের রাউন্ডে ওঠার পথে আরেক ধাপ এগিয়েছে বিশ্বকাপের গত দু আসরের রানারআপ দলটি। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর টানা তিনটি ম্যাচ জিতলো অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। অন্যদিকে বড় তিন প্রতিপক্ষের কাছেই হারলো ইংল্যান্ড; তাদের একমাত্র জয়টি স্কটল্যান্ডের বিপক্ষে।
রোববার ওয়েলিংটনের ওয়েস্টপ্যাক স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৩০৯ রান করে ইংল্যান্ড। জবাবে ৪৭ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। শতরানের ভালো ভিত কাজে লাগাতে কোনো ভুল করেননি সাঙ্গাকারা। টানা দ্বিতীয় শতক পাওয়া এ বাঁহাতি ব্যাটসম্যানদের দ্রুতগতির শতকে ১৬ বল বাকি থাকতেই জয় তুলে নেয় শ্রীলঙ্কা।