হরতাল-অবরোধে ক্লাস-পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত

 

স্টাফ রিপোর্টার: দেশে চলমান হরতাল-অবরোধের মধ্যেও নিয়মিত ক্লাস ও পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। গতকাল রোববার সকালে সরকারি ৩৭টি ও বেসরকারি ৮০টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা ইউজিসি আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন। বৈঠকে ইউজিসির চেয়ারম্যান একে আজাদ চৌধুরী সভাপতিত্ব করেন। সেশনজট দূর করার কথা উল্লেখ করে একে আজাদ বলেন, হরতাল-অবরোধে বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব উদ্যোগে শিক্ষাকার্যক্রম চালাবেন। কোনোভাবেই যেন সেশনজটের সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যদি পেট্রোলবোমা মেরে শিক্ষাকার্যক্রম ধ্বংস করা যায় তাহলে বাংলাদেশ আফগানিস্তান, সিরিয়া বা ইরাকের মতো হবে। সভায় উপস্থিত কয়েকজন উপাচার্য হরতাল-অবরোধে পরিবহন সমস্যার কথা উল্লেখ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য আ.আ.ম.স আরেফিন সিদ্দিক জানান, শিক্ষার্থীরা যেন সেশনজটে না পড়ে সেজন্য ঢাবিতে শুক্র ও শনিবার ক্লাস নেয়া হচ্ছে। তাছাড়া মাঝে মাঝে হরতালের দিনও ক্লাস ও পরীক্ষা নেয়া হচ্ছে।