কাশ্মীরে বিজেপির জোট সরকার গঠন

 

মাথাভাঙ্গা মনিটর: অনেক জল্পনা-কল্পনার পর অবশেষে গতকাল রোববার জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) প্রধান মুফতি মুহাম্মদ সাঈদ। জম্মু বিশ্ববিদ্যালয়ের জেনারেল জোরাবর মিলনায়তনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিনি। উপ-মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভারতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা নির্মল সিং। এর মাধ্যমে ভারতে একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য কাশ্মীরে প্রথমবারের মতো জোট সরকার গঠন করলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কিছু বিষয়ে মতবিরোধ সত্ত্বেও ন্যুনতম কয়েকটি কর্মসূচির ভিত্তিতে কাশ্মীর উপত্যকায় জোট সরকার গড়তে রাজি হয় বিজেপি ও পিডিপি। আর এর মাধ্যমে ভারতের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য সরকারে প্রথমবারের মতো হিন্দু জাতীয়তাবাদী দল অংশ নিলো। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আদভাণীসহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। গত বছরের ২৩ ডিসেম্বর কাশ্মীরের বিধানসভা নির্বাচনে পিডিপি ২৮টি আসন পেয়ে শীর্ষস্থানে এবং বিজেপি ২৫টি আসন পেয়ে রাজ্যে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে উঠে আসে। উপত্যকায় এর আগে বিজেপি’র তেমন কোনো অস্তিত্বই ছিলো না। কিন্তু ২০১৪’র লোকসভা নির্বাচনে মোদী ম্যাজিকে ভর করে কাশ্মীরে অভূতপূর্ব ফল করে বিজেপি। তবে রাজ্যে পিডিপি সবচেয়ে বেশি আসন পেলেও এককভাবে সরকার গঠন করতে দলটির আরও ১৮টি আসন দরকার ছিলো।