স্টাফ রিপোর্টার: শিপু রাণী ঘোষ গত তিন দিন ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল তিনি অভিযোগ করে বলেছেন, চুয়াডাঙ্গা পুলিশ ফাঁড়ির এক কনস্টেবল তাকে বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহত করার পর হাসপাতালে এসে ভর্তি হয়েছে বলে জানিয়ে শিপু বলেছে, ওই কনস্টেবল পূর্বেও তুলে নিয়ে দেহভোগ করে টাকা দেয়নি। এক চটপট্টির দোকানে ৬ টাকা বাকি থাকা নিয়ে তর্কের সময় ওই কনস্টেবল এসে বাটামপেটা করে। এ ঘটনা ঘটে গত ২৩ ফেব্রুয়ারি। শিপু নির্যাতনের প্রতিবাদ করলে তাকে বেদম প্রহার করা হয় বলে অভিযোগ তুলে বলেছে, আমি বহিরাগত। হকপাড়ার একটি বাড়িতে ভাড়ায় বসবাস করি। পতিতা হলেও আমাকে মারার জন্য আমি বিচার চাই।