স্টাফ রিপোর্টার: জেলা পর্যায়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উপলক্ষে আলোচনাসভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার চুয়াডাঙ্গায় সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মুক্তমঞ্চে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মালিক টুল্লু। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুর রাজ্জাক, সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান। অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন হিরন-উর রশিদ শান্ত।