জীবননগর উপজেলা ঠিকাদার সমিতির কমিটি গঠন

 

এমআর বাবু সভাপতি ইসা সম্পাদক

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ঠিকাদার সমিতির কমিটি গঠন করা হয়েছে। জীবননগর উপজেলার এলজিইডি ও পৌরসভার ঠিকাদারদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়। গতকাল শনিবার রাতে ৯ সদস্য বিশিষ্ট কমিটিতে সভাপতি পদে বিশিষ্ট ঠিকাদার মুন্সি মাহবুবুর রহমান বাবু ওরফে এমআর বাবু ও সাধারণ সম্পাদক পদে আ. সালাম ইসা সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন।

জীবননগর উপজেলার বিশিষ্ট ঠিকাদার জাকাউল্লার সভাপতিত্বে জীবননগর উপজেলা ক্যাম্পাসে ঠিকাদারদের সভা অনুষ্ঠিত হয়। সভায় এ উপজেলার এলজিইডি ও পৌরসভার ঠিকাদারদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি ও ঠিকাদারদের সার্বিক কল্যাণে একটি কমিটি গঠনের ওপর জোর দেয়া হয়। সভায় উপস্থিত ঠিকাদারদের মতামতের ভিত্তিতে ৯ সদস্য বিশিষ্ট জীবননগর উপজেলা ঠিকাদার সমিতি গঠন করা হয়। গঠিত কমিটিতে ঠিকাদার এমআর বাবু সভাপতি, নাসিরউদ্দিন সহসভাপতি, আ. সালাম ইসা সাধারণ সম্পাদক, কাজি সামুসর রহমান চঞ্চল সহসাধারণ সম্পাদক ও রমেন চন্দ্র বিশ্বাস কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছে। কমিটিতে নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাহাঙ্গীর কবির, মজিবর রহমান বাবলু, সাইদুর রহমান ও বশিরউল্লাহ।