আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভা প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। পৌরসভাধীন সকল গরিব শিক্ষার্থীকে বিনামূল্যে ইংরেজি-বাংলা ব্যাকরণ ও সৃজনশীল সহায়ক বই দেয়া হচ্ছে। গতকাল প্রায় ৩শ শিক্ষার্থীর অভিভাবকের হাতে বই তুলে দেন মেয়র মীর মহিউদ্দীন।
জানা গেছে, গত কয়েক বছর ধরে আলমডাঙ্গা পৌরসভা এলাকায় শিক্ষার হার ও গুণগত মান বৃদ্ধি করতে পৌরসভা কর্তৃপক্ষ প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। পৌরসভা এলাকার সকল গরিব শিক্ষার্থীকে বিনামূল্যে বই কিনে দিচ্ছে পৌর কর্তৃপক্ষ। গতকাল সারাদিন পৌর এলাকার প্রায় ৩শ শিক্ষার্থীর অভিভাবকের হাতে বিনামূল্যে প্রায় ৪ লাখ টাকার বই তুলে দেয়া হয়েছে। প্রাথমিক থেকে শুরু করে কলেজ পড়ুয়া অবধি শিক্ষার্থীদের বই দেয়া হচ্ছে। বাংলা-ইংরেজি ব্যাকরণ, সৃজনশীল সহায়ক বইসহ কলেজের নির্ধারিত পাঠ্যবই দেয়া হচ্ছে। গত ৪ বছর ধরেই কম বেশি বই বিতরণ করা হচ্ছে বলে কাউন্সিলর কাজী সাচ্চু জানান। তিনি বলেন, ১ম বছর মেয়রের উদ্যোগে ধর্মীয় গ্রন্থ দেয়া হতো। পরে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হচ্ছে। গত বছরও বিভিন্ন ওয়ার্ডের গরিব শিক্ষার্থীদের বই দেয়া হয়েছে। এছাড়াও এসএসসি, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার ফরমপূরণের ক্ষেত্রে গরিব শিক্ষার্থীদের পৌরসভার এ ফান্ড থেকে আর্থিক সাহায্য দেয়া হচ্ছে।
পৌর মেয়র মীর মহিউদ্দীন বলেন, পৌর এলাকার গরিব শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ করে দিতে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গতকাল ৮ম শ্রেণির ছাত্রী নমিতা তার মাকে সাথে নিয়ে পৌরসভায় যায় বই নিতে। নমিতা জানায়, ইংরেজি ও বাংলা ব্যাকরণ এবং ২টি সহায়ক বইয়ের আবেদন করি। গত ২ বছর ধরে বিনামূল্যে নমিতা পৌরসভা থেকে বই নিয়ে থাকে।