গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর গাড়াডোব প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধে গতকাল শনিবার দুপুরে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য ওসমান আলী আহত হয়েছেন। তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইউপি সদস্য গাড়াডোব গ্রামের ওসমান আলী জানান, সম্প্রতি বিদ্যালয়ের সভাপতি সামাদুলের কার্যক্রমে কমিটির অন্য সদস্যরা অনাস্থা প্রকাশ করেন ও নতুন কমিটি করার জন্য উপজেলা শিক্ষা অফিসকে চিঠি দেন। গতকাল নতুন করে কমিটি গঠন করার জন্য বিদ্যালয়ে সভা চলছিলো। এ সময় সভাপতি সামাদুলের অনুগত টোকনের নেতৃত্বে ৮-১০ জন লোক এসে তার ওপর হামলা চালিয়ে জখম করে। পরে তিনি স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি হন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, গতকালই আহত ইউপি সদস্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।