গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় এমএ খালেককে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ছাত্রলীগ। গতকাল শনিবার সন্ধ্যায় এমএ খালেকের গাংনীস্থ বাসভবনে উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি দেলায়ার হোসেন মিঠু, আমিনুল ইসলাম রতন, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান সুমন, ছাত্রলীগ নেতা আব্দূল মান্নান, কলেজ ছাত্রলীগের আল আমিন, পিন্স, সাগর প্রমুখ। ছাত্রলীগ নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত এমএ খালেক সাংগঠনিক দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন। দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ার পাশাপাশি চলমান আন্দোলন রাজপথে মোকাবেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ গড়তে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে এমএ খালেক সাধারণ সম্পাদক হওয়ায় গাংনীর বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন নেতাকর্মীরা। গতরাত সাড়ে আটটার দিকে গাংনী শহরের হাইস্কুল রোডে আনারুল ইসলাম বাবুর অফিসে মিষ্টি বিতরণ করে উল্লাস প্রকাশ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আনারুল ইসলাম বাবু, পৌর ৯ নং ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা শফি, মহিবুল, হাসু, রেজাউল ইসলাম, জসিম, এনামুল, হান্নান, বিল্লাল, তানিন, শফিকুল, কামরুল, রুবেল, হাসান ও তাপু।