আলমডাঙ্গার সাবেক কৃষি ব্যাংক কর্মচারী আব্দুর রহমানের ইন্তেকাল

আলমডাঙ্গা ব্যরো: আলমডাঙ্গা কোর্টপাড়ার বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাবেক কৃষি ব্যাংক কর্মচারী আব্দুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। তিনি গত শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারণে মারা যান। আব্দুর রহমান আলমডাঙ্গা মোড়ভাঙ্গা গ্রামের মৃত কাবিল মণ্ডলের ছেলে। গতকাল দুপুর ২টার সময় দারুস সালাম ময়দানে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদার পর জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ কন্যাসন্তান রেখে গেছেন। তার পরিবারের পক্ষ থেকে আত্মার মাগফেরাত কামনায় তার জামাই সাইফুল ইসলাম দোয়া প্রার্থনা করেছেন।