আলমডাঙ্গা ব্যুরো: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। গতকাল শনিবার আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে ব্রাইট মডেল স্কুল কর্তৃক আয়োজিত ওই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো। তিনি তার বক্তব্যে কোমলমতি শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মেধাবিকাশের গুরুত্ব তুলে ধরেন। তিনি আরো বলেন ২০১৪ সালে জেএসসি পরীক্ষায় অত্র বিদ্যালয় চুয়াডাঙ্গা জেলায় ৩য় স্থান অধিকার করে। আগামীতে আরো ভালো ফলাফলের জন্য শিক্ষক শিক্ষিকাদের পাঠদানে অধিক মনোযোগী হওয়ার আহব্বান জানান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্কুলের অধ্যক্ষ ফকরুল আলম, উপধাক্ষ্য গোলাম মুন্তাকিম, প্রধান শিক্ষক উবাইদুল আজাদসহ সকল শিক্ষক-শিক্ষকাবৃন্দ। অনুষ্ঠানের পরিচালনা এবং উপস্থাপনায় ছিলেন সহকারী শিক্ষক মাসুদ রানা লিটন ও স্কুলের ছাত্রী চৈতি, মুক্তা, মিম, তমা ও দিশা ।