টিপ্পনী

খবর:(বাবাকে না পেয়ে ছেলেকে গুলি করে মারলো পুলিশ)

 

রয়ে সয়ে চালাও বাবা

মেরো না আর ঢালাও বাবা

বিপদ আবার আসতে পারে

কান্নারা ফের হাসতে পারে।

 

রক্ত নিয়ে হোলি খেলা

খুন খারাবি বলি খেলা

বন্ধ করো তাড়াতাড়ি

ভাল্লাগে না বাড়াবাড়ি।

 

চাপছে শুধু বিপদ ঘাড়ে

তবু সবাই গলা ফাঁড়ে

খললো তবন কাছার

চাই পরিবেশ বাঁচার।

-আহাদ আলী মোল্লা