দিনাজপুর প্রতিনিধি:প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ অক্টোবর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দিনাজপুর সফরে আসছেন। এ সফরে তিনি নির্বাচনী প্রচারণাসহ দিনাজপুর জেলার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের উদ্বোধনসহ দিনাজপুরবাসীর অনেক দিনের আশা সিটি কর্পোরেশন ঘোষণা করবেন। এছাড়া দিনাজপুর গোর-শহীদ বড় ময়দানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনাজপুর সফরের বিষয়ে জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী আগামী ২২ অক্টোবর নির্বাচনী ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ দিনাজপুর গোর-শহীদ বড় ময়দানে বক্তব্য রাখবেন বলে তিনি জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছেন। প্রধানমন্ত্রী দিনাজপুর সফরকালে দিনাজপুর শিক্ষা বোর্ড ভবন, হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ আলী একাডেমিক ভবন, দিনাজপুর পাসপোর্ট কার্যালয়, আত্রাই নদীর রাবার ড্যাম, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ভবন, দিনাজপুর-পঞ্চগড় রুটে রেলওয়ে ডুয়েলগেজ রুট, দিনাজপুর সিটি করপোরেশনের ঘোষণাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উদ্বোধন করবেন। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিনাজপুর প্রথম সফর।