স্টাফ রিপোর্টার: অল্পের জন্য এমভি জামাল-৩ দুর্ঘটনা থেকে বেঁচে গেছে। এতে সাড়ে চার শতাধিক লঞ্চযাত্রীর প্রাণ রক্ষা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টায় ধলেশ্বরী নদীতে বরিশালগামী লঞ্চের ফাঁটা তলা দিয়ে লঞ্চে পানি ঢুকতে থাকে। পরে পুলিশের হস্তক্ষেপে মাঝ নদী থেকে দ্রুত লঞ্চটি মুন্সিগঞ্জের মিরকাদিম ঘাটে ভিড়িয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোশাররফ হোসেন রাত সোয়া বারোটায় জানান, রাত নয়টার দিকে ঢাকার সদরঘাট জামাল-৩ ছেড়ে আসে। লঞ্চটি ছাড়ার আগেই তলা ফেটে যায়। কিন্তু জোরাতালি দিয়ে এটি ছেড়ে আসে। বিষয়টি আঁচ করতে পেরে সচেতন এক ব্যক্তি কর্তৃপক্ষকে অবগত করে। বিষয়টি বিআইডব্লিউটিএ জানালে পুলিশ নদীতে গিয়ে এটি তীরে নিয়ে আসে। লঞ্চ কর্তৃপক্ষের গাফিলতি নিয়েও আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।