আলমডাঙ্গার পাইকপাড়ায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু দল গ্রামবাসীর সংঘর্ষ : আহত ১৩

আলমডাঙ্গা ব্যুরো: মসজিদের কমিটির গঠনকে কেন্দ্র করে আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামের দু পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের মহিলাসহ ১৩ জন আহত হয়েছে। এদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হারদী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের পুলিশ ফাঁড়ি মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র গতকাল বাদজুম্মা গ্রামের দু পক্ষ তুলকালাম কাণ্ড ঘটায়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদকের পদ নিয়ে বিপত্তি। এ পদে প্রথমে যাকে মনোনীত করার প্রস্তাব দেয়া হয় তার প্রতিবাদ করে সাবেক সভাপতি হাজি আলী আজগর বলেন, যারা শব্দ করে আমিন বলে এবং যারা আহলে হাদিস করে তারা কমিটিতে থাকতে পারবে না। তার এ মন্তব্যের পর পর শুরু হয় কথা কাটাকাটি। এরপর শুরু হয় হাতাহাতি। শেষে কোপাকুপি। হেঁসো, রামদা, লাঠি নিয়ে পরস্পর উপর্যুপরি কুপিয়ে জখম করে। এতে মহিলাসহ উভয়পক্ষে ১৩ জন রক্তাক্ত জখম হয়। এরা হলো- পাইকপাড়া গ্রামের আলিম উদ্দীনের ছেলে নাজিম (৩০), জসিম (২৫), আলিম উদ্দীনের স্ত্রী রাহেলা খাতুন (৪৫), আলফাজ মণ্ডলের ছেলে কামাল হোসেন (৩৫), আব্দুস সালাম (৩০), হাজি আলী আজগর (৬০), হাজি আলী আজগরের ছেলে আব্দুস সাত্তার (৪৫), মৃত তানজিলের ছেলে আনোয়ার হোসেন (৪৫), মৃত আকবরের ছেলে বুলু (৫০) প্রমুখ। এদের মধ্যে বুলুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হারদী স্বাস্থ্যকমপ্লেক্স কর্তৃপক্ষ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেছে। আহত নাজিমের অবস্থার কোনো উন্নতি না হওয়ায় তাকেও অন্যত্র রেফার করা হতে পারে বলে জানা গেছে।

Leave a comment