স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে নয়জন আহত হয়েছে। এ ঘটনায় হান্নান ও আশরাফুল নামে দুজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহারাজপুর গ্রামের সরোয়ার ও আইসাল গ্রুপের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে গতকাল শুক্রবার দুপুর ২টার দিকে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৯ জন আহত হয়। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে জড়িত হান্নান ও আশরাফুল নামের দু ব্যক্তিকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।