দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালানবিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ভারতীয় সার ও ফেনসিডিল উদ্ধার করেছেন। এ সময় কাউকে আটক করতে পারেনি। গতপরশু মঙ্গলবার সকাল আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা বিজিবি ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জীবননগরের হাসদাহ গ্রামে। বিজিবি সদস্যরা গ্রামের প্রধান সড়কের পাশের এক ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। বিজিবির একই দল বিকেলে দর্শনা পৌর শহরের পরানপুর থেকে করিমনভর্তি ছয় বস্তা ভারতীয় ইউরিয়া সার উদ্ধার করে।