গুড় নিয়ে জামাই বাড়ি গিয়ে জামাইয়ের হাতে লাঞ্ছনার শিকার শাশুড়ি

স্টাফ রিপোর্টার: গুড় নিয়ে জামাই বাড়ি গিয়ে জামাইয়ের হাতে লাঞ্ছনার শিকার হলেন এক শাশুড়ি। জামাই বশ করতে গুড়ের মধ্যে গাছ মেশানো সন্দেহে খেপে গেলেন জামাই ও তার পরিবারের লোকজন। শেষ পর্যন্ত জামাই ও তার মা-বোনের মারধরের শিকার শাশুড়ি রাশিদা খাতুন (৪৫), মেয়ে কল্পনা খাতুন (২৭) ও এক বছর বয়সী নাতি মারিয়া খাতুন হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মাজহাদ গ্রামে।

সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার মাজহাদের রতন আলীর শাশুড়ি চুয়াডাঙ্গা মাখালডাঙ্গার রাশিদা খাতুন বুধবার বিকেলে জামাই বাড়িতে গুড় নিয়ে যান। গতকাল সন্ধ্যায় রতনের স্ত্রী কল্পনা খাতুন ওই গুড় দিয়ে পিঠা তৈরি করেন। কিন্তু এতেই ঘটে বিপত্তি। তাকে বশ করতে গুড়ের মধ্যে গাছ-গাছড়া মেশানো হয়েছে বলে অভিযোগ তোলেন রতন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত জামাই রতন, তার মা নাছরিন বেগম ও বোন জোসনা খাতুন মিলে চড়াও হন রাশিদা খাতুনের ওপর। রাশিদা খাতুন ও তার মেয়ে-নাতিকে মারপিট করে আহত করা হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গতকাল রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।