স্টাফ রিপোর্টার: দৈনিক নতুন খবর পত্রিকার বিরুদ্ধে এক কোটি টাকা মূল্যের মানহানি মামলা দায়ের করা হয়েছে। চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার মামলাটি দায়ের করেন। দৈনিক নতুন খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আসাদুজ্জামান আসাদ, জীবননগর অফিস প্রতিনিধি আতিয়ার রহমান ও মসলেম উদ্দিনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়।
মামলার বিবরণে জানা গেছে, জীবননগর উপজেলার মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গত ২১ জানুয়ারি সরকারি বিধি মোতাবেক কমিটির সুপারিশে শরীর চর্চার সহকারী শিক্ষক পদে গত ২৮ জানুয়ারি নিয়োগ প্রদান করে। এ ঘটনায় দৈনিক নতুন খবর পত্রিকার জীবননগর অফিস প্রতিনিধি উপজেলার গোপালনগর গ্রামের কলিম উদ্দিনের ছেলে আতিয়ার রহমান ও মিনাজপুর মাঠপাড়া গ্রামের মৃত আকরাম আলীর ছেলে মসলেম উদ্দিন স্কুলের প্রধান শিক্ষকের নিকট এক লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তাদের বিরুদ্ধে পত্রিকায় সংবাদ প্রকাশ করার হুমকি প্রদান করেন। বিষয়টি স্কুলের শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যরা জানতে পেরে স্থানীয় সাংবাদিক ও অভিযোগকারীকে মিথ্যা সংবাদ পরিবেশন করতে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে নতুন খবর পত্রিকায় জীবননগর মিনাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ৮ লাখ টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগে একটি সংবাদ প্রকাশ করে। এ সংবাদে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা ও প্রধান শিক্ষক আবুল বাসারের সুনাম সমাজে বিনষ্ট এবং মানহানিকর কুরুচিপূর্ণ মিথ্যা ভিত্তিহীন বক্তব্য উপস্থাপন করে তাকে হেয়প্রতিপন্ন করা হয়েছে বলে অভিযোগ করা হয়। একই সাথে মিথ্যা প্রকাশিত সংবাদের ফটোকপি গ্রামের চায়ের দোকানগুলোতে বিলি করে সমাজে তার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাসার বাদী হয়ে চুয়াডাঙ্গা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১ কোটি টাকা মূল্যের মানহানি মামলা দায়ের করেন।