টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কলেজের শতবর্ষের পুরোনো শিমুল গাছটি বিনা টেন্ডারে ৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গাছটি কিনেছেন কলেজের পরিচালনা পর্ষদের এক সদস্য।
জানা গেছে, কার্পাসডাঙ্গা কলেজের প্রায় শত বছরের পুরোনো বড় শিমুল গাছটি বিনা টেন্ডার ছাড়াই ৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। গাছটি কিনেছেন পরিচালনা পর্ষদের সদস্য আসুব্বর হোসেন বাবু। তিনি কোনো কাঠব্যবসায়ী নন। শোনা যাচ্ছে এ গাছ আসুব্বর হোসেন বাবু এক কাঠব্যবসায়ীর নিকট মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এ ব্যাপারে কার্পাসডাঙ্গা কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম জানান, গাছটি তার একক সিদ্ধান্তে বিক্রি করা হয়নি। সকল সদস্যের সম্মতি নিয়ে বিক্রি করেছি। এলাকাবাসী জানায়, অধ্যক্ষ হামিদুল ইসলাম গাছ ক্রেতা আসুব্বর হোসেন বাবুর নিকট মোটা অঙ্কের উৎকোচ নিয়েছেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদুর রহমান জানান, গাছ কাটার বিষয়টি আমার জানা নেই। তবে যেই কাটুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবো। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কার্পাসডাঙ্গা সহকারী ভূমি কর্মকর্তা রঞ্জিত কুমার শিমুল গাছের গুঁড়িসহ তিন টুকরো জব্দ করেছেন।