বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বাকশাল কায়দায় গ্রেফতারি পরোয়ান জারি ও মুহা. অহিদুল ইসলাম বিশ্বাসের মুক্তির দাবিতে চুয়াডাঙ্গা উপজেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। পৃথক পৃথক দুটি মিছিল হয়। একটি সরোজগঞ্জ ফুড গোডাউনের সামনে থেকে সন্ধ্যা ৭টার দিকে শুরু হয়ে সরোজগঞ্জ বাজার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদল নেতা শাহিন। প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মো. শাহাজান খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল নেতা নাসিমুজামান সোহাগ ও মো. সাকিব।
অপরদিকে সন্ধ্যায় বদরগঞ্জ আলিয়া মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বদরগঞ্জ বাজারে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সভাপতিত্ব করেন সদর উপজেলা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্নআহ্বায়ক জাহেদ মো. রাজিব খান। প্রধান বক্তা ছিলেন যুগ্মআহ্বায়ক মোমিনুর রহমান মোমিন। প্রেসবিজ্ঞপ্তি।