মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার বারাদী কৃষি ফার্ম শ্রমিকলীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে বারাদী কৃষি ফার্ম এলাকায় ওই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে আজগর আলী খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা শ্রমিকলীগের আহ্বায়ক এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সদস্য সচিব মাহাবুব এলাহী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সদস্য সাজেদুর রহমান সাজু, সাঈদুর রহমান সাঈদ, রেজাউল হক, শহর শ্রমিকলীগের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বকুল, জেলা শ্রমিকলীগের সদস্য অনন্ত কুমার সাহা, আকালী, মফিজ প্রমুখ। পরে ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে আজগর আলী খোকনকে সভাপতি ও আব্দুর রশিদকে সাধারণ সম্পাদক করা হয়।