মেহেরপুর অফিস: আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে গতকাল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিসভা অনুষ্ঠত হয়। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. হেমায়েত হোসেন, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আহসান উল্লাহ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শশাঙ্ক কুমার মণ্ডল, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আসকার আলী ও মো. আব্দুল হালিম, ভাষাসৈনিক মো. ইসমাইল হোসেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ প্রমুখ।