দর্শনা অফিস: অসদাচরণ ও গ্রাহক হয়রানির অভিযোগ উঠেছে সোনালী ব্যাংক দর্শনা শাখা কার্যালয়ের ব্যবস্থাপক আব্দুল গফফারের বিরুদ্ধে। গ্রাহক সাধারণের অভিযোগে জানা গেছে, এ শাখায় টাকা-পয়সা লেনদেনের ক্ষেত্রে চরমভাবে হয়রানি হতে হয়। যার কারণে বছরখানেকের ব্যবধানে গ্রাহকের সংখ্যা কমেছে। গ্রাহক বাড়াতে কর্মকর্তারা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে ছুটেও কোনো সুফল পাচ্ছেন না। এছাড়া ভারতগমনকারী পাসপোর্টধারীদের ভ্রমণ ফি দিতে এসেও হয়রানির স্বীকার হতে হচ্ছে। অভিযোগ খতিয়ে দেখে ব্যাংকের বৃহত্তর স্বার্থে ব্যবস্থাপক আব্দুল গফফারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কাছে দাবি তুলেছে ভুক্তভোগী গ্রাহক সাধারণ।