মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী আমিনুর রহমান ডাকু ইন্তেকাল করেছেন (ইন্না………রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর। গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৯টায় শহরের মল্লিকপাড়াস্থ বাড়িতে তিনি মারা যান। তিনি মল্লিকপাড়ার মৃত আব্দুর রহমান খাঁনের ২ ছেলে ও এক মেয়ের মধ্যে বড় ছিলেন। মৃতুকালে তিনি মা, স্ত্রী, এক কন্যা, এক ভাই ও এক বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি লিভার ক্যান্সারসহ নানাবিধ রোগে ভুগছিলেন। ৩০ ডিসেম্বর ঢাকার অ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ভারতের ভেলর ও চেন্নাই হাসপাতালে চিকিৎসা নিয়ে নিজ বাড়িতে ছিলেন। গতকাল বিকেলে মেহেরপুর সরকারি বালক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা শেষে মেহেরপুর সরকারি কলেজ মোড়স্থ পৌর কবরস্থানে লাশ দাফন করা হয়। তার নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাজেদুর রহমান খান, পৌর মেয়র আলহাজ মোতাচ্ছিম বিল্লাহ মতু, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাহীনুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুল, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু এবং মরহুমের আত্মীয় স্বজনসহ কর্মজীবনের সহকর্মীরা উপস্থিত ছিলেন।