মেহেরপুর অফিস: জেলা ক্রীড়া সংস্থার উদাসীনতার কারণে মেহেরপুরের নিয়মিত ক্রিকেট লিগ না হওয়ায় ক্রিকেট বাঁচাতে এগিয়ে এসেছেন কিছু সাবেক ক্রিকেটার। আয়োজন করতে যাচ্ছেন প্রিমিয়ার ক্রিকেট লিগ। লিগ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয়মাঠে খেলোয়াড় বাছায় সম্পন্ন হয়েছে। দুটি বিভাগে এ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে। ১১ থেকে ১৪ বছরের কিশোরদের নিয়ে ম্যাক্সকো ক্রিকেট লিগ ১৫ বছর ঊর্ধ্ব ক্রিকেটারদের নিয়ে এমপিএল নামে ক্রিকেট লিগ অনুষ্ঠিত হবে। ম্যাক্সকো ক্রিকেট লিগে ৮টি দলে ১৫৫ জন ক্রিকেটারর ও এমপিএল লিগে ৬টি দলে ১২০ জন ক্রিকেটার বাছাই করা হয়েছে। তাদেরকে নিয়ে আগামী ১ ও ৬ মার্চ পৃথকভাবে দুটি ক্রিকেট লিগের উদ্বোধন করা হবে। ক্রিকেটার বাছাইয়ে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, বড় বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন ও প্রিমিয়ার ক্রিকেট লিগের আহ্বায়ক শাহিনুর রহমান রিটন। লিগের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে মেহেরপুর নিউজ২৪ ডটকম।