আলমডাঙ্গার ফুলবগাদিতে বসত বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের ফুলবগাদী গ্রামে বসতবাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। দু পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। ৩ কাঠা জমি নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। গ্রামজুড়ে চলছে উত্তেজনা। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে গ্রামবাসী।

জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের ফুলবগাদী গ্রামে ৩ কাঠা বিরোধপূর্ণ জমি নিয়ে বসতবাড়িতে অগ্নিসংযোগ ও মারামারির ঘটনা ঘটেছে। উভয়পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এ ব্যাপারে ফুলবগাদী গ্রামের মৃত মহাম্মদের ছেলে মান্নান জানান, সাড়ে ৩ বছর আগে একই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে মোসারফের কাছে থেকে ৩৪ হাজার কাঠা অনুযায়ী ৩ কাঠা জমি কিনি। সেই জমির দখল নিতে গেলে মোসারফের ছেলে হ্যাপি বাধা প্রদান করে। এ ব্যাপারে হ্যাপি, হিরো ও রহমানের নামে চুয়াডাঙ্গা আদালতে মামলা দয়ের করা হয়। মামলাটি বিচারাধীন। গতপরশু সকাল ১০টার দিকে তারা সঙ্ঘবন্ধ হয়ে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়ির মেয়েছেলেসহ ৪ জনকে জখম করে। গতকাল বিকেল ৪টার দিকে হ্যাপিসহ ৫ জন আমার বাড়িতে আগুন লাগিয়ে শোয়ারঘর ও রান্নাঘরে আগুন লাগিয়ে দেয়। তারা আমাদের পুড়িয়ে মারার চেষ্টা করে। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে নেয়।

এ ব্যাপারে অভিযুক্ত হ্যাপি জানান, ৩ বছর আগে আমার পিতা আমাকে ও আমার পরিবারের কোনো কিছু না জানিয়ে ২ দাগে ৩ কাঠা জমি বিক্রি করে মান্নানের কাছে। এ নিয়ে মান্নান আমাদের নামে মামলাও করে। গতপরশু সেই জমিতে হঠাৎ পাটখাটির বেড়া দিয়ে ঘর তৈরি করে। আমরা মামলা চলা জমিতে ঘর নির্মাণ করার কারণ জানতে চাইলে তার আমাকেসহ আমার স্ত্রী লিলি, ছেলে হিরোন, মিঠুনসহ ৫ জনকে পিটিয়ে জখম করে। এ নিয়ে গতকাল গাংনী বাজারে সালিসের আয়োজন করা হলে তারা সেখানে না গিয়ে নিজেরাই নবনির্মত বাড়িতে আগুন দিয়ে আমাদের ওপর মিথ্যা অভিযোগ করছে। আমরা সে সময় বাড়িতে ছিলোম না।

Leave a comment