মুজিবনগর উপজেলা আ.গের নির্বাচিত সম্পাদক ইউপি চেয়ারম্যান মিলুকে ফুলেল সংবর্ধনা

মেহেরপুর অফিস: মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলুকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মিলুর মেহেরপুর শহরস্থ বাসভবনে ওই সংবর্ধনা দেয়া হয়।

মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ বেল্টুর নেতৃত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রবীণ আওয়ামী লীগ নেতা গোলাম রহমান, মহাজনপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সভাপতি মিনারুল ইসলাম, হায়দার আলী, সিরাজুল ইসলাম মাষ্টার, সিরাজ মোল্লা, শহিদুল ইসলাম, তোয়াজ আলী, মুনছুর আলী ও জাহান আলী এবং ৯টি ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূরুল মেম্বর, জয়নাল আবেদীন, সফিদুল গাইন, কাবিদুল ইসলাম, মজিবর রহমান, মোশারফ হোসেন, জহুরুল ইসলাম স্বপন, আশাদুল হক, শেখ সাদি, মুজিবনগর উপজেলা সৈনিক লীগের সাধারণ সম্পাদক ময়নুদ্দীন ময়না, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইউনুচ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a comment