স্টাফ রিপোর্টার: দেশব্যাপি পুলিশ বিভাগে কনস্টেবল পদে লোক নিয়োগের অংশ হিসেবে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে ৮১টি পদের বিপরীতে কয়েক হাজার প্রার্থী অংশগ্রহণ করেছে। গতকাল সোমবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত লাইনের গেটে প্রার্থীদের ভিড় দেখা গেছে।
জানা গেছে, সারাদেশে পুলিশের কনস্টেবল পদে ৫০ হাজার লোক নিয়োগ করা হচ্ছে। এ খবরে চুয়াডাঙ্গা জেলার ছেলেমেয়েরা চাকরি পেতে মরিয়া উঠেছে। পুলিশ লাইনে দিনভর অভিভাবক, ছেলে ও মেয়েদের ভিড় লক্ষ্য করা গেছে। চুয়াডাঙ্গা জেলায় মোট ৮১ জনের মধ্যে ৬৯ জন পুরুষ ও ১২ জন নারী সদস্য রিক্রুট করা হবে। তবে ৮১ জনের বিপরীতে কতোজন অংশ নিয়েছে সঠিক তথ্য জানা যায়নি।