দর্শনা অফিস: দর্শনা জয়নগর গ্রামে বিদ্যুতস্পৃষ্টে ৩য় শ্রেণিতে পড়ুয়া ছাত্রী জুথির করুণ মৃত্যু হয়েছে। এক বাড়ি থেকে অন্যবাড়িতে দেয়া বিদ্যুত সংযোগের ছিড়ে পড়া তারেই জুথির মৃত্যু ঘটেছে। দর্শনা পৌর এলাকার জয়নগর স্কুলপাড়ার শরিফুল ইসলামের ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়ে শরিফা খাতুন জুথি (৯) গতকাল বুধবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খোলা স্থানে সাথীদের সাথে খেলা করছিলো। খেলতে খেলতে এক পর্যায়ে বিদ্যুতের ছেড়া তারে পা পড়ে জুথির। ঘটনাস্থলেই বিদ্যুতস্পৃষ্টে জুথির করুণ মৃত্যু হয়। আব্বাসের বাড়ি থেকে আমজাদ ওরফে ভুলুর বাড়িতে দেয়া বিদ্যুতসংযোগের তার ছিড়ে পানিতে পড়েছিলো। অবহেলার কারণে তারটি সরিয়ে না রাখার কারণেই শিশু জুথির প্রাণ হারাতে হলো। এদিকে বিদ্যুত কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, কোনো বাড়ি বা প্রতিষ্ঠান থেকে অন্য কারো বাড়ি কিংবা প্রতিষ্ঠানে বিদ্যুত সংযোগ দেয়া আইনগত অপরাধ।
ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুতস্পৃষ্টে আজিম উদ্দীন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার ভাতঘারা গ্রামের নিজ বাড়িতে পাট শুকানোর কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্টে সে মারা যায়। নিহত আজিম ভাতঘারা গ্রামের আবু তালেবের ছেলে।
নিহতের পিতা আবু তালেব জানান, গতকাল বুধবার সকালে বাড়িতে পাট শুকানোর সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে যায়। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আজিম। কালীগঞ্জ থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।