স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার কুতুবপুর ইউপি সদস্য আলী হোসেনকে কুপিয়ে জখম করা অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতরাত সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার মহাম্মদজমা গ্রামে ওই ঘটনা ঘটে। আহত আলী হেসেন ওই গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে এবং কুতুবপুর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ড সদস্য।
স্থানীয় ও আহতের স্বজনসূত্রে জানা গেছে, গতরাতে গ্রামের সুমনের চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন আলী হোসেন। গ্রামে তার বিয়াই নজির হোসেনের বাড়ির পাশে পৌঁছুলে আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা পেছন থেকে হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। জখম আলী হোসেনের চিৎকারে তার বিয়াই বাড়ির লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
তারা অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে চিকিৎসকরা জানান, মাথা ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছে। তবে কি কারণে কারা তার ওপরে হামলা চালিয়েছে সে বিষয়ে কিছুই জানাননি আহতের স্বজনরা।