স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর মেয়রের নেতৃত্বে পৌর পরিষদ ভারত সফরে গেছেন। গতকাল রোববার দর্শনা জয়নগর-গেদে সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করেন। ভারতের উদ্দেশে রওনা হওয়ার সময় পৌরসভার সচিবসহ কর্মকর্তা-কর্মচারীরা বিদায় জানিয়ে ১০ দিনের এ সফরের সফলতা কামনা করেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়র্দ্দার টোটন তার পরিষদের কাউন্সিলরসহ ব্যক্তিগত সহকারী সাবেক পৌর কমিশনার ঠিকাদার শহিদুল ইসলাম শাহানকে সাথে নিয়ে গতকাল রোববার দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে তিনি ভারতের উদ্দেশ রওনা হন। সফরসঙ্গী হিসেবে মেয়র টোটনের সাথে আছেন কাউন্সিলর নাজমুস সালেহীন লিটন, শহিদুল কদর জোয়ার্দ্দার, ফরজ আলী, রমজান আলী চান্দু, সিরাজুল ইসলাম মনি, শেখ গোলাম মোস্তফা মস্তার, জাহাঙ্গীর আলম খোকন, সুলতানা আরা রতনা, সেলিনা ইয়াসমিন সম্পা, জাহানারা বেগম এবং মেয়রের ব্যক্তিগত সহকারী। তারা ভারতের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন। আগামী ২ মার্চ দেশে ফিরবেন।