আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে একটি সারবোঝাই ট্রাক উল্টে খাদে পড়েছে। কেউ আহত না হলেও বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অপরাধে ট্রাকড্রাইভারকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, গতকাল বুধবার কালীগঞ্জ থেকে একটি ট্রাক (ঝিনাইদহ ট-১১-০৬৩১) সারবোঝাই করে আলমডাঙ্গায় আসছিলো। ট্রাকটি রোয়াকুলি পৌঁছুলে অবৈধযান আলমসাধুকে সাইড দিতে গিয়ে ট্রাকটি উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পরপরই আলমডাঙ্গা থানার এসআই আনিস ঘটনাস্থলে পৌঁছান। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অপরাধে ট্রাক ড্রাইভার সাহেব আলীকে গ্রেফতার করেন।