আলমডাঙ্গা মাদারহুদার ডিশব্যবসায়ীকে পিটিয়ে জখম : চা দোকানির বিরুদ্ধে অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের ডিশব্যবসায়ীকে পিটিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে পারদুর্গাপুর গ্রামে।

জানা গেছে, আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের ডিশব্যবসায়ী শুকর আলীর ছেলে ডিশব্যবসায়ী শামছুল ডিশলাইনের মাসিক ভাড়া আনতে পারদুর্গাপুর গ্রামে যান। এ সময় পারদুর্গাপুর গ্রামের চা দোকানি খেদ আলীর ছেলে আসাদুল ডিশলাইন মাঝে মধ্যে বন্ধ থাকে বলে অভিযোগ তোলে। এ বিষয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আসাদুল শামছুলকে পিটিয়ে জখম করে।

এ ঘটনার পর গতকাল সকল ডিশব্যবসায়ী একত্র হয়ে এর তীব্র প্রতিবাদ জানায় ও বিচার দাবি করে। গতকাল বুধবার সন্ধ্যায় আসাদুলকে আসামি করে ডিশব্যবসায়ী শামছুল একটি এজাহার দাখিল করেছেন। ২৪ ঘণ্টার মধ্যে আসামি আসাদুলকে গ্রেফতার করা না হলে সমস্ত ডিশলাইন বন্ধ করে দেয়ার ঘোষণা দেন ডিশব্যবসায়ীরা।