খবর:(কোষাঘাটার এক যুবককে বিষ্ণুপুর ব্রিজের নিকট মারপিট)
নাজাই দেখে মেরো না আর
কাজ করে সে বেজায়,
এখন না হয় দুঃখে অনেক
মাথার বালিশ ভেজায়।
একদিন সেও ক্ষেঁপতে পারে
সেদিন যাবা কোথায়?
পাকড়ে ধরে কায়দা রকম
দেবে মাটির পোতায়।
নয় দুর্বল সবাই সবল
রয় সুযোগের আশায়,
তাইতো আমি ক্ষোভের আগুন
চোখের জলে ভাসাই।
-আহাদ আলী মোল্লা