গাংনীর বামন্দী বাজারে সাইকেলের দোকানে চুরি

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বামন্দী বাজারের সাইকেল ব্যবসায়ী জিন্নাহ মিয়ার দোকানের দেয়াল কেটে সাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার রাতের শেষভাগের কোনো এক সময় চোরচক্র কয়েকটি সাইকেলসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। গতকাল বুধবার সকালে ঝোড়াঘাটা গ্রামের একটি পুকুর থেকে ৮টি সাইকেল উদ্ধার হয়েছে।

স্থানীয়সূত্রে জানা গেছে, ঝোড়াঘাট বড়পুকুর লিজ নিয়ে গ্রামের নজরুলসহ কয়েকজন মাছচাষ করেন। গতকাল সকালে পুকুরের এক পাশে অনেকগুলো পায়ের ছাপ দেখে সন্দেহ হলে নজরুল পুকুরে নেমে পড়েন। পানির নিচ থেকে একটি বাইসাইকেল উদ্ধার করেন। পরে আরো কয়েকজন পানিতে নেমে খোঁজ করতে থাকেন। একে একে ৮টি সাইকেল পাওয়া যায়। এলাকার মানুষ সাইকেলগুলো নিয়ে বিভিন্ন মন্তব্য করতে থাকেন। ঘটনাস্থলে আসে পুলিশ। এর কিছুক্ষণ পরে জিন্নাহ মিয়া দোকানে গিয়ে দেখেন পেছনের দেয়াল কাটা এবং কয়েকটি সাইকেল নেই। উদ্ধার হওয়া সাইকেল তার নিজের বলে শনাক্ত করেন। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, সাইকেলগুলো ব্যবসায়ী জিন্নাহ মিয়ার দোকানের বলে পুলিশ নিশ্চিত। তবে এ ব্যাপারে কোনো মামলা কিংবা অভিযোগ করেননি ওই ব্যবসায়ী।