নান্নু সভাপতি বল্টু সম্পাদক
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন আয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মোলন গতকাল শুক্রবার সকালে কোমরপুর মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে কোমরপুর গ্রামের আ. রশিদ বল্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন গোপালপুর গ্রামের রেজাউল হক নান্নু।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুল। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সহসভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর উপজেলা আ.লীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা ও ইউপি সম্পাদক সানোয়ার হোসেন প্রমুখ।