৫ম দফায় দু দিনের রিমান্ডে রিজভী

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের বিরুদ্ধে ফের দু দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এ নিয়ে পঞ্চম দফায় রিমান্ডে দেওয়া হল রিজভী আহমেদকে। এ যাবত কোনো রাজনৈতিক নেতার ক্ষেত্রে এটি রিমান্ডে নেয়ার সর্বোচ্চ রেকর্ড বলে জানা গেছে। ঢাকা মহানগর হাকিম রাশেদ তালুকদার শুক্রবার বিকেলে জামিন আবেদন বাতিল করে পুনরায় রিমান্ডের আদেশ দেন। মোহাম্মদপুর থানা পুলিশ শুক্রবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এ সময় রিজভীর পক্ষে আইনজীবীরা তাকে অসুস্থ বলে জামিন আবেদন জানান। আদালতে রিজভীর আইনজীবী বলেন, রিমান্ডে নিয়ে তাকে ঘুমাতে দেয়া হয় না। আদালত শুনানি শেষে দু দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩০ জানুয়ারি রাত পৌনে ৩টার দিকে রাজধানীর গুলশানের পার্ক রোডের একটি বাসা থেকে রিজভীকে আটক করে ৱ্যাব। এরপর তাকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি পুলিশ।

Leave a comment