লিবিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ৪০

 

মাথাভাঙ্গা মনিটর: লিবিয়ার পূর্বাঞ্চলীয় কুব্বাহ শহরে তিনটি গাড়িবোমা বিস্ফোরণে ৪০ জন নিহত এবং ৪০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার লিবিয়ার পূর্বাঞ্চলে জিহাদিদের শক্তিশালী ঘাঁটি দেরনার পার্শ্ববর্তী একটি শহরে এ হামলার ঘটনা ঘটে। হাসপাতাল ও নিরাপত্তা সূত্র এ কথা জানায়। আল-আরাবিয়া টিভিতে দেশটির পার্লামেন্টের স্পিকার আগুইলা সালেহ ঈসা বলেন, গাড়িবোমা হামলার উদ্দেশ্য ছিলো একটি পেট্রোল স্টেশন এবং একটি নিরাপত্তাভবন। কুব্বাহ হচ্ছে সালেহ এর গ্রামের বাড়ি। কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর একটি কার্যালয়ভবন, একটি গ্যাস স্টেশন এবং সালেহ ঈসার বাসভবন লক্ষ্য করে চালানো এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়। তিনটি বিস্ফোরণই ঘটে একই সময়ে। গাড়িবোমা হামলাটি আত্মঘাতী হামলাকারীরা চালিয়েছিল কিনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে একটি নিরাপত্তা সূত্র। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একটি বার্তা সংস্থা জানিয়েছে এ বিস্ফোরণ খুবই বিকট ছিলো এবং পুরো শহর জুড়েই এর শব্দ শোনা গেছে। গত ১৫ ফেব্রুয়ারি আইএস’র প্রকাশ করা একটি ভিডিওতে মিশরের ২১ জন খ্রিস্টানের শিরশ্ছেদ করার দৃশ্য দেখা যাওয়ার পর মিশর সরকার লিবিয়ায় ইসলামিক স্টেট (আইএস) আইএস অবস্থানে বিমান হামলা চালায়। জঙ্গি নিয়ন্ত্রিত জায়গাগুলোতে লিবিয়া এবং মিশরের বিমানবাহিনীর যৌথ বিমান হামলার পর এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

Leave a comment