দীর্ঘ ২৩ বছর মামলা চালানোর পর পুনরায় জমি ফিরে পেলেন মৃত আফসার উদ্দিনের ছেলেরা

 

আলমডাঙ্গা ব্যরো: দীর্ঘ ২৩ বছর মামলা চালিয়ে জমি ফিরে পেলেও তা উপভোগ করতে পারলেন না আলমডাঙ্গা গোবিন্দপুর গ্রামের খন্দকার মৃত আফসার উদ্দিন। তিনি গত ৫-৬ বছর আগে মারা যান। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জর্জকোর্ট থেকে উকিল এসে ঢাক ঢোল পিটিয়ে জমি দখল করে দিয়ে যান।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মৃত আফসার আলীর চাচাতো ভাইয়ের ছেলেরা দীর্ঘ ৪৭ বছর আগে থেকে ৩৩ শতক জমি দখল করে আছেন। গত ২৩ বছর আগে আদালতে মামলা করিলে দীর্ঘ ২৩ বছর মামলা চালানোর পর শেষ পর্যন্ত মৃত আফসার উদ্দিন মামলায় বিজয় লাভ করেন। গতকাল বৃহস্পতিবার ছিলো সেই মামলার ৩৩ শতক জমি দখলের দিন। সকালে কোর্ট থেকে উকিল এসে ঢাক ঢোল পিটিয়ে জমি দখল করে মৃত আফসার আলীর ছেলে খন্দকার ফরিদ উদ্দীনসহ তার ভাই বোন দের নিকট বুঝিয়ে দিয়ে যান।