মেহেরপুর আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের চুন্নু সভাপতি খোকন সম্পাদক

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার ৩ নং আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলরদের সম্মতিতে বোরহান উদ্দিন চুন্নু সভাপতি ও আনোয়ার সাদাত খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহষ্পতিবার বিকেল ৪টার সময় ইউনিয়ন আওয়ামী লীগ অফিস প্রাঙ্গণে সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মলনে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মতিয়ার রহমান, ইউপি সদস্য জাফর ইকবাল, জাকির হোসেন টরি, সাবেক ইউপি সদস্য আব্বাস হোসেন। পরে ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলরদের সম্মতিতে বোরহান উদ্দিনচুন্নুকে সভাপতি ও আনোয়ার সাদাত খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।