স্টাফ রিপোর্টার: দামুড়হুদার চিৎলা মোড়ে মোটরসাইকেল থেকে আছড়ে পড়ে ৩ জন আহত হয়েছে। গতকাল বৃস্পতিবার সকাল ৯টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দামুড়হুদার হাউলী থেকে জুড়ানপুর যাওয়ার পথে চিৎলা মোড় সংলগ্ন বেকে মোটরসাইকেলের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ৩ জন আছড়ে পড়েন। আছড়ে পরে তিনজনের শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায়। আহতরা হলেন- জয়রামপুর খাঁপাড়ার কামাল (২২), শাহিন (২৪) ও ছাব্বির আলী (২০)।