বড়গাংনী প্রতিনিধি: আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী ইউনিয়নের মুন্সিগঞ্জ-বড়গাংনী নিমতলা গ্রামে সড়কে গতকাল রাতে দুটি শিশুগাছ উপড়ে যায়। মুন্সিগঞ্জ-বড়গাংনী সড়কের নিমতলা গ্রামের মাঠের মধ্যে গতকাল রাতের ঝড়ে দুটি শিশুগাছ উপড়ে যায়। সকালে এলজিইডির রোড সুপারভাইজার রহিম ও ইস্কান্দার এবং লেবার সর্দার রাবেয়া তা ভাগাভাগি করে নেয়। এ বিষয়ে এলাকাবাসী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।