মাথাভাঙ্গা মনিটর: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যাধুনিক যুদ্ধজাহাজ তৈরির জন্য ৮শ কোটি ডলার বরাদ্দ দিয়েছেন। এর আগে ভারত মহাসাগরে ক্ষমতার ভারসাম্য তৈরির জন্য নতুন সাবমেরিন তৈরির নির্দেশ দিয়েছিলেন মোদী। ক্ষমতায় আসার পর একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী মোদী। শ্রীলঙ্কার সমুদ্র বন্দরে চীনের সাবমেরিন নোঙ্গর করার পর থেকে সাড়া পরে ভারতের নৌবাহিনীর মধ্যে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় গত সোমবার প্রধানমন্ত্রী মোদী পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির বৈঠক ডেকে রাডার ফাঁকি দিতে সক্ষম সাতটি নতুন ফ্রিগেট তৈরির নির্দেশ দেন। মোদীর ভারতে তৈরি প্রচারণার সাথে তাল মিলেয়ে ভারতে সামরিক সরঞ্জাম তৈরির জন্য অনেক কারখানা গড়ে তোলা হচ্ছে। খুব শিগগিরই অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলো তৈরির জন্য ডকইয়ার্ডগুলোর সাথে চুক্তি করবে ভারত সরকার। আরেকটি সূত্র জানিয়েছে ডকইয়ার্ডগুলোতে যুদ্ধজাহাজগুলো এখনই তৈরি শুরু হলেও তা শেষ হতে প্রায় ১০ বছর সময় লেগে যাবে।