দামুড়হুদার শেখ ব্রিক্সের মালিক আবুল কাশেম বকুলের কারাদণ্ড

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার শেখ ব্রিকসের মালিক আবুল কাশেম বকুলের এক বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। একই সাথে আদালত দেনার ১৪ লাখ ৩১ হাজার ৪শ ৯৯ টাকা পরিশোধেরও নিদের্শ দিয়েছেন।

চুয়াডাঙ্গার যুগ্ম জজ মোহাম্মদ আব্দুর রহিম গতকাল বুধবার এ আদেশ দেন। বকুলকে কারাগারে নেয়া হয়েছে।

জানা গেছে, দামুড়হুদার শেখ ব্রিক্স ফিল্ডের মালিক আবুল কাশেম বকুল চুয়াডাঙ্গার হাবিল হোসেন জোয়ার্দ্দারের নিকট থেকে ঋণ নেন। কয়েকটি চেক দেন। চেকের বিপরীতে টাকা ব্যাঙ্কে না থাকায় শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। বিজ্ঞ আদালত মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ ও পরীক্ষা করেন। আবুল কাশেম বকুলের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে ১ বছরের কারাদণ্ডাদেশ দেন। পাওনাদারের সমূদয় অর্থও পরিশোধের নির্দেশ দেয়া হয়েছে।