স্টাফ রিপোর্টার: বিচার প্রার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে আগামী রোববার থেকে হরতাল কর্মসূচি থাকলেও আইনজীবীরা আদালতের জরুরি বিষয়ের শুনানিতে অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ হেদায়েত হোসেন আসলাম জানান, সাবেক সরকার এরশাদের শাসনামলে হরতালের পক্ষে সমর্থন জানিয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো কোনো রাজনৈতিক দল হরতাল আহ্বান করলে তার সমর্থনে আইনজীবীরা আদালত কক্ষে উপস্থিত থাকা থেকে বিরত থাকবেন। এ সিদ্ধান্ত বহাল ছিলো গতকাল বৃহস্পতিবার পর্যন্ত।
এদিকে সাম্প্রতিক লাগাতার হরতালের করণে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আইনজীবীরা আদালতের কার্যক্রমে অংশ না নেয়ায় গত ৫ জানুয়ারি থেকে জরুরি শুনানি বন্ধ ছিলো। জামিনযোগ্য ধারার মামলায় গ্রেফতার হওয়া আসামিদেরও কারাগারে থাকতে হয়েছে। এ অবস্থায় বিচারপ্রার্থী জনগণকে দুর্ভোগ পোয়াতে হয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সদস্যরা গতকাল বৃহস্পতিবার সাধারণ সভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল ওহাব মল্লিক। সভায় সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেয়া হয় যে, আগামী রোববার থেকে হরতালের দিনও চুয়াডাঙ্গার জেলা ও দায়রা জজ আদালত, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের সব ধরনের জামিন শুনানি এবং নতুন মামলা দায়ের করা হবে। জমিজমা সংক্রান্ত মামলারও জরুরি দরখাস্ত শুনানি করা হবে।