গাংনীর করমদী গ্রাম আওয়ামী লীগের অফিসে আগুন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার করমদী গ্রাম আওয়ামী লীগ অফিসে মঙ্গলবার রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিসের রক্ষিত অন্তত অর্ধলাখ টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হয়। প্রতিপক্ষ আগুন লাগিয়েছে বলে দাবি করেছেন গ্রাম আওয়ামী লীগের সভাপতি প্রাক্তন শিক্ষক মোফাজ্জেল হোসেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সভাপতি মোফাজ্জেল হোসেন জানান, প্রতিদিনের ন্যায় রাতে দলীয় নেতাকর্মীরা অফিস বন্ধ করে বাড়িতে চলে যান। মধ্যরাতে হঠাত অফিসে আগুন দেখতে পেয়ে স্থানীরা নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করছেন তারা। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেন। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান। পেট্রোল ঢেলে আগুন দেয়া হয়েছে নাকি অন্য কোনো কারণে আগুন লেগেছে তা পুলিশের কাছে এখনো স্পৃষ্ট নয়।

Leave a comment