চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশনে ট্রেন থেকে ফেনসিডিলসহ একজন আটক

 

মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোমিনপুর রেলস্টেশনে গতকাল বুধবার সকালে খুলনা থেকে গোয়ালন্দগামী নকশীকাথা ট্রেনের একটি বগী তল্লাশি করে কার্টনভর্তি শতাধিক বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয় বলে জানা গেছে।

এ ব্যাপারে গতকাল ডিবি পুলিশের এসআই জিয়া ও সদর ফাঁড়ির এসআই আবুল খায়েরের সাথে যোগাযোগ করা হলে জানান, আমরা মোমিনপুর রেলস্টেশন থেকে কাউকে আটক করিনি। অভিন্ন ভাষায় চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ একই কথা জানায়। চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লাকীয়া খানম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা সবাই অফিসিয়াল কাজে সারাদিন কুষ্টিয়ায় অবস্থান করছিলাম। আমাদের কোনো টিম মোমিনপুর রেলস্টেশন থেকে ফেনসিডিলসহ কাউকে আটক করেনি। এ ব্যাপারে তাৎক্ষণিক বিজিবির বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে মাদকবিরোধী অভিযান চালানো শাদা পোশকাধারী ব্যক্তিরা কারা তা নিয়ে জানা সম্ভব হয়নি।